হাসপাতালে অভিনেত্রী কবরী

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। বর্তমানে এই অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন রাজধানীর কূর্মিটোলায় হাসপাতালে। গত ৫ এপ্রিল সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিঘন্টা ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

হাসপাতালের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই জ্বর আসে কবরীর। তার শরীরে ব্যথাও ছিল করোনার উপশম থাকায় নমুনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ ধরা পরেছে।

এই অভিনেত্রী ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। বাংলা চলচ্চিত্রে ‘রাজ্জাক-কবরী’র’ জুটি ছিলো সুপারহিট।

ষাট-সত্তরের দশকে রূপালি পর্দা মানেই এই জুটি। ঢালিউডে দীর্ঘ দিন অভিনয় করে গেছেন। তবে বর্তমানে বড় পর্দায় তাকে আগের মতোন এখন আর অভিনয় করতে দেখা যায় না। তবে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন