আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমার রূপ দিতে পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন গ্রেটা গারউইগ। অস্কার মনোনয়ন পাওয়া এই আমেরিকান পরিচালক ও অভিনেত্রী ২০১৯ সাল থেকে ওয়ার্নার ব্রোসের ‘বার্বি’ প্রকল্পে কাজ করছেন বলে জানা গেছে। তখনই গুঞ্জন উঠেছিল, শুধু চিত্রনাট্য রচনা নয়, পরিচালনার দায়িত্বও সামলাবেন তিনি। এতদিনে সেটি আনুষ্ঠানিক রূপ পেল।
এদিকে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের আগস্ট ২০২১ সংখ্যার কাভার ইন্টারভিউ দেয়ার সময় গ্রেটা গারউইগ জানিয়েছেন, শুরু থেকে ‘বার্বি’র কেন্দ্রীয় চরিত্র হিসেবে ‘হার্লি কুইন’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবির কথাই ভেবে রেখেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর (২০২২) শুটিং শুরু হতে যাচ্ছে এই সিনেমার। আর এবার ‘বার্বি’তে দেখা মিলবে ৩১ বছর বয়সী মার্গোর। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।