হারিয়ে গেল আরো এক পরিচিত মুখ, বিক্রমজিৎ

বলিউডে ফের শোকের ছায়া। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বলিউডের অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫২ বছর।

অবসরপ্রাপ্ত সেনা চরিত্রে বহু সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ছোট পর্দায়ও কাজ করতেন। ‘পেজ থ্রি’, ‘হিরোইন’, ‘হে-বেবি’, ‘গ্রান্ড মাস্তি’র মতো বহু সিনেমায় প্রশংসনীয় অভিনয় করেছেন তিনি।

পরিচালক অশোক পন্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ সকালে কোভিডে বিক্রমজিৎ মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন। বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ওর পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।’

বিক্রমজিৎ কনওয়রপাল ২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন। ‘পেজ থ্রি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তার।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন