স্কুলে ভর্তি হলেন নুসরাত ফারিয়া!

বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিহা। কিছু দিন আগে এই অভিনেত্রীর নতুন ছবি ‘যদি কিন্তু তবুও ‘ জি-ফাইভে রিলিজ হয়েছে। ইতিমধ্যে ছবিটির ঘরোয়া রোমান্টিক গল্প হিসেবে প্রশংসা পেয়েছে অনেক। অপূর্বের সাথে এই প্রথম বড় পর্দায় জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এই নায়িকা পুনরায় চমক নিয়ে আবার তার আসন্ন নতুন সিনেমা ‘পাতালঘর’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শুটিংয়ের একটি ছবি শেয়ার করেন। ছবিটি শেয়ার করে অভিনেত্রী শিরোনামে লিখেছেন, ‘হ্যাশট্যাগ পাতালঘর,হ্যাশট্যাগ বাবলি। ছবিতে দেখা যাচ্ছে স্কুলের পোশাক পরে দু’পাশে বেনুনি করে বসে আছেন। মুখে তার যেনো ছোট একটি বাচ্চা মেয়ের মতো হাসি।

‘পাতালঘর’ নূর ইমরান মিঠুর নতুন সিনেমা। সিনেমাটির নির্মাতা হিসেবে রয়েছেন আবু শাহেদ ইমন এবং প্রথম বারের মতো সিনেমার প্রযোজনা করছেন। নুসরাত ফারিহা ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, মামুনুল হক, অর্ষা, রওনক হাসান প্রমূখ।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন