সোনাম-আনন্দের ভালোবাসাবাসি, যেন টোনাটুনি

স্বামী আনন্দ আহুজার সঙ্গে তোলা খুব কম ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। আর আনন্দ তো প্রায় শেয়ারই করেন না। তবে এবার লন্ডনে থাকাকালে তোলা দুজনের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন আনন্দ। আর সে ছবিতে ‘মিষ্টি’ মন্তব্য করেছেন সোনাম।

২৭ মে আনন্দ আহুজা ব্রিটেনের রাস্তায় সোনাম কাপুরের সঙ্গে হাঁটছেন- এমন কিছু ছবি দেখা যাচ্ছে। শিরোনামে আনন্দ লিখেছেন, ‘যেহেতু আমি আমাদের বিবাহবার্ষিকীতে এটি পোস্ট করতে পারিনি, তাই এখন শেয়ার করলাম।’

ছবিটি শেয়ার করতেই মন্তব্য  করেন সোনাম কাপুর। তিনি লিখেছেন, ‘ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়…এবার বিছানায় এসো।’ সোনামের করা এই মন্তব্য নজর কেড়েছে সবার। ভালোবাসার এমন বহিঃপ্রকাশ দেখে অনেকেই আবেগ-আপ্লুত।

২০০৭ সালে ‘সাবারিয়া’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সোনাম কাপুরের। পরবর্তীতে তিনি ‘নিরজরা’, এবং ‘খুবসুরত’ সিনেমা করে প্রশংসা কুড়িয়েছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন