সিনেমার গান লিখলেন মুহম্মদ জাফর ইকবাল

সিনেমার মহুরতে মুহম্মদ জাফর ইকবালসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো কোনো সিনেমার জন্যে গান লিখেছেন। তবে এর আগে একাধিক সিনেমার কাহিনী হিসেবে তার উপন্যাস অবলম্বন করা হয়েছে।
তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েলের প্রথম চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ গানটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল।

এই গানের সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর কণ্ঠ দিয়েছে দশ শিশু। উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রটি ড. মুহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটি পেয়েছে সরকারি অনুদান। আর সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

সিনেমায় দুটি মূল চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। এছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, আশিষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।

প্রথম দিকে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছিল ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন