সালমানের নতুন শত্রু সোফিয়া!

২০১৩ সালে ‘বিগ বস সিজন-৭’ এর সদস্য ছিলেন সোফিয়া হায়াৎ। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি সেলফি সহ সালমান খানকে নিয়ে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন তিনি। কেআরকের পর ভাইজানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোফিয়া।

সোফিয়া লেখেন, ‘প্রতিটা ছবি মুক্তির আগে একই ট্রিক ব্যবহার করেন থাকেন। ঈদ বা দিওয়ালিতে মুক্তি পায় তার ছবি, ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে লোক টানার চেষ্টা করা হয়। এই একই গদবাধা লাইন, একই রকম ভাবে ক্যামেরার দিকে তাকানো। আর সেই ছেলে আর মেয়ের দেখা হওয়া পুরনো গল্প। নিজের থেকে অনেক ছোট বয়সী মেয়েদের বাছাই করেন নায়িকা হিসেবে। নিজের বয়সী কাউকে নিয়ে সিনেমা বানানোর কেন সাহস দেখান না?’
সেসাথে সোফিয়া ‘রাধে’ সিনেমা দেখে তার প্রতিক্রিয়াও জানান। সোফিয়া মনে করেন, দর্শকরাও সালমানের অভিনয় দেখে ক্লান্ত।

সোফিয়া হায়াৎ ২০১৬ সালে ঘোষণা দেন বিনোদন জগত ছেড়ে তিনি সন্ন্যাস নিচ্ছেন। বর্তমানে তিনি মাদার মেরীর মত সন্ন্যাসী জীবন পালন করছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন