স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা পুরস্কারগুলো জিতে নিয়েছেন নারী শিল্পী ও নির্মাতারা। গত ২৫ সেপ্টেম্বর সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের পর্দা নেমেছে। পশ্চিমা সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড সূত্রে জানা যায়, উৎসব সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন শেল’ জিতেছে রোমানিয়ার নারী নির্মাতা আলিনা গ্রিগোরে-এর ‘ব্লু মুন’। ‘দ্য আইজ অব ট্যামি ফে’ চলচ্চিত্রের জন্য সেরা শিল্পী এবং সেরা প্রযোজকের পুরস্কার জিতে নিয়েছেন জেসিকা চ্যাস্টেইন।
ডেনমার্কের ‘এজ ইন হেভেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার জিতেছেন ১৬ বছর বয়সী অভিনেত্রী ফ্লোরা অফেলিয়া হফম্যান লিন্ডা। আর সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন এই চলচ্চিত্রেরই নির্মাতা টি লিন্ডেবার্গ।
১৯৫২ সাল থেকে শুরু হওয়া সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিতরণের ক্ষেত্রে এই প্রথম লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে। এতে নারী ও পুরুষের ক্ষেত্রে আলাদা বিভাগ না রেখে ‘সেরা শিল্পী’ বিভাগে পুরস্কার দেয়া হয়েছে।