‘দ্য ওয়াকিং ডেড’ খ্যাত স্টিভেন ইয়ুনের সঙ্গে জুটি বাঁধছেন হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। হলিউডভিত্তিক গণমাধ্যম এনটারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট জানিয়েছেন, ইয়ুনের সঙ্গে তিনি নতুন একটি রোমান্টিক সাই-ফাই চলচ্চিত্রে কাজ করছেন। তিনি বলেন, “এটি আসলে একটি স্যাটেলাইট এবং একটি বয়ার মধ্যকার ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। এটা ব্যাখ্যা করা কঠিন। আমি এটি হাতছাড়া করব না, কারণ এটি সত্যিই একটি অসাধারণ স্ক্রিপ্ট।”
সর্বশেষ ২০২০ সালে অ্যাকশন হরর ‘আন্ডারওয়াটার’ চলচ্চিত্রে সাই-ফাই ঘরানায় অভিনয় করতে দেখা গিয়েছিলো ক্রিস্টেন স্টুয়ার্টকে। সম্প্রতি তিনি ‘স্পেন্সার’ চলচ্চিত্রে ব্রিটিশ রাজকুমারী ডায়ানার চরিত্রে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন।
অন্যদিকে ‘দ্য ওয়াকিং ডেড’ টিভি সিরিজের জনপ্রিয় চরিত্র গ্লেনের ভূমিকায় অভিনয় করেছিলেন স্টিভেন ইয়ুন। ‘মিনারি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। বর্তমানে তিনি পরিচালক জর্ডান পিলের ‘নাপ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।