কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নামে আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসিসি।
এই বছর গোয়াতে অনুষ্ঠিতব্য ৫২তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি)-র মঞ্চে ‘সত্যজিৎ রায় আজীবন সম্মাননা’য় ভূষিত হবেন স্করসিসি। একইসঙ্গে আরেক বিখ্যাত হাঙ্গেরিয়ান নির্মাতা ইস্তভান জাবো-ও এই সম্মাননা পাচ্ছেন। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।
আমেরিকার দাপুটে নির্মাতা স্করসিসির ‘ট্যাক্সি ড্রাইভার’ থেকে ‘দ্য আইরিশম্যান’ পর্যন্ত সব চলচ্চিত্রই দারুণ সফল। আর আশির দশকে হাঙ্গেরিয়ান ভাষায় জাভোর নির্মিত ‘মেফিস্টো’ চলচ্চিত্রটি অস্কার জিতে নিয়েছিলো। তিনি খ্যাতি পেয়েছেন অপেরা নির্দেশক হিসেবেও।