শৈশবেই মৃত্যুর মুখোমুখি দেব

শৈশবে টলিউড তারকা দেবকে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়। এক টক শোতে এই ঘটনার কথা জানান তিনি।

দেব বলেন, খুব ছোটবেলায় গাজনের মেলা দেখতে মু্ম্বাই থেকে মামার বাড়ি গিয়েছিলেন তিনি। গ্রামের মেলায় আনন্দ উৎসবের মাঝে কোনো কারণে অজ্ঞান হয়ে পড়েন তিনি। টানা এক দিন জ্ঞান না ফেরায় গ্রামবাসী তাঁকে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যায়।

দেব নিখোঁজ হওয়ার পর দিদা তাঁর খোঁজে দিশাহারা হয়ে পড়েন। আর এদিকে শ্মশানে ফেলে রেখে যাওয়ার এক দিন পরে জ্ঞান ফেরে দেবের। সারা রাত খোঁজাখুঁজির পর মা-বাবার একমাত্র সন্তান দেবকে খুঁজে পাওয়া যায়।

টক শোতে দেবের এই গল্প শুনে শিউরে ওঠেন সহ-অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়।

দেব আরও জানান, দিদা মানত করেছিলেন দেবকে খুঁজে পেলে বড় হওয়ার পর তাঁকে গাজনের সন্ন্যাস পালন করতে পাঠাবেন। দিদার মানত রাখতে মাধ্যমিক পরীক্ষার পর আবার গ্রামে ফেরেন দেব। এক সপ্তাহের জন্য তিনি ‘ভক্তা’ বা গাজনের সন্ন্যাসী হয়ে মন্দিরে ছিলেন। কঠোর সব নিয়ম মেনে সন্ন্যাসব্রত পূর্ণ করেন দেব।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন