লাইভে এসে ক্ষমা চাইলেন রচনা ব্যানার্জি!

টলিউডের একসময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। বর্তমানে বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও টেলিভিশন পর্দায় এখনো রাজত্ব করে যাচ্ছেন। ভারতীয় চ্যানেল জি-বাংলায় সম্প্রচারিত  ‘দিদি নাম্বার-১’ অনুষ্ঠানটির দীর্ঘ দিন যাবত উপস্থাপিকার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এই অভিনেত্রীর হঠাৎ কি এমন হলো যে ফেসবুক লাইভে এসে সকলের কাছে ক্ষমা চাইলেন?

সম্প্রতি এই অভিনেত্রী নতুন বছর পেরিয়ে যাওয়ার ঠিক বেশ কদিন পর লাইভে এসে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষমা চাইলেন। তবে কি কারণে এতো দেড়ি সে কথাও জানালেন তিনি। গাড়িতে বসে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভিডিওর মাধ্যমে এই অভিনেত্রী জানান অনুরাগীদের ভোলেননি, তবে তার ভ্যারিফাইড পেজে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছিলো। যার ফলে এই পেজ থেকে কোনও কিছুই পোস্ট করতে পারছিলেন না তিনি।

রচনা ব্যানার্জি ভিডিওর মাধ্যমে সকলকে করোনা সম্পর্কে সচেতন হওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। এবং সেই সাথে সতর্ক থাকার জন্য মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ভিডিও তৈরি করার জন্য মাস্ক খুলেছেন এই বিষয়টিও উল্লেখ করেন তিনি। আরও জানালেন কিছুদিন আগেই করোনা ভ্যাকসিন নিয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন