বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানি লেখক-নির্মাতা পানাহ পানাহির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হিট দ্য রোড’।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার সূত্রে জানা যায়, চার সদস্যের এক পরিবারের অজানা উদ্দেশে রোড ট্রিপের ঘটনা নিয়ে মজার এক গল্পের চলচ্চিত্র ‘হিট দ্য রোড’। বিএফআই ফেস্টিভ্যালের প্রধান বিচারক মালগোরজাতা সুমোউস্কা বলেন, “সেরা চলচ্চিত্রের পুরস্কারের ক্ষেত্রে, বিশেষ করে এই মহামারীর সময়ে জীবনের সঙ্গে সম্পর্ক আছে এমন চলচ্চিত্র নির্বাচন করা হয়। যেই চলচ্চিত্র আমাদের হাসায়, কাঁদায় এবং জীবনের মর্ম বোঝায়, সেগুলোই পছন্দ করা হয়েছে।’’
‘হিট দ্য রোড’ চলচ্চিত্রের নির্মাতা পানাহ পানাহির বাবা জাফর পানাহি ইরানি চলচ্চিত্র অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন। কিন্তু দেশের ‘প্রথাবিরোধী’ প্রচারণা ও চলচ্চিত্রের মাধ্যমে সরকারবিরোধীদের ‘উসকে’ দেয়ার অভিযোগে নিজ দেশে তিনি নিষিদ্ধ। পানাহ পানাহি জানান, বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। বলেন, “এই বিষয়ে যত ভাবি ততই বুঝতে পারছি, আমরা সবসময়ই এই অনুভূতি নিয়ে বেঁচে থাকি যে আমাদের ওপর নজরদারি করা হচ্ছে। যেমনটা করা হয়েছে আমার পরিবারের সঙ্গে। আমি নিশ্চিত অনেক শিল্পী ও বুদ্ধিজীবীরাও ভুক্তভোগী।’’
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘আইডাব্লিউসি স্কাফাহাউসেন ফিল্মমেকার বার্সারি অ্যাওয়ার্ড’ জিতেছেন ‘ট্রু থিংস’ চলচ্চিত্রের নির্মাতা হ্যারি উটলিফ। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে তাকে বছরে ৬৯ হাজার ডলার অনুদান দেয়া হয়। আর ‘সাদারল্যান্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বেলজিয়ামের নির্মাতা লরা ওয়ান্ডেলের স্কুল বুলিং নিয়ে চলচ্চিত্র ‘প্লেগ্রাউন্ড’।