রোজিনা ইসলামের ঘটনায় ‘মাস্তানির ভাব আছে’

সাংবাদিক রোজিনা ইসলামকে ‘হেনস্থা’ ও ‘শারীরিক লাঞ্ছনা’ করার প্রতিবাদে সোচ্চার সারাদেশের মানুষ। টিভি ও সিনেমা তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনয়শিল্পী, পরিচালক, কণ্ঠশিল্পী, সুরকার- সবাই নিন্দা জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘করোনার কারণে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সেই অভ্যাসটা থাকুক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলি, “রোজিনা ইসলামের মুক্তি চাই”।’

অভিনেত্রী তানভীন সুইটি এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনিক দুর্নীতির অবসান চেয়েছেন।

পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী কড়া ভাষায় লিখেছেন, ‘কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি মাস্তানির ঘটনায় যারা জড়িত, তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা এবং রুটিন করে আগামী এক মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের দুর্নীতি নিয়ে আরো বেশি বেশি রিপোর্ট করা! যা তারা থামাতে চেয়েছে, তাকেই আরও জ্বালিয়ে দেয়াই হবে আসল উত্তর! ‘

অভিনেত্রী শাহনাজ খুশি প্রশ্ন তুলেছেন, ‘সরকারের চেয়েও শক্তিশালী তারা (আমলারা)? অসুস্থ লাগছে ভাবতে। অরাজকতার একটা সীমা থাকা দরকার। রোজিনা আপা, আমরা লজ্জ্বিত-দুঃখিত। প্রতিবাদ জানাই, তার নিঃশর্ত মুক্তি চাই এবং সঠিক তদন্তসহ বিচারের জোর দাবি জানাই!’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন