দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ২০০৭ সালে অভিনেতা রুদ্রনীল ঘোষ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় একজন মিচকে শয়তান।” এবার দীর্ঘ ১৪ বছরের জমে থাকা ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
ভাস্বর চট্টোপাধ্যায় তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘রুদ্রনীল তোর জন্য, ২০০৭ সালে তুই মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলেছিলি আমি মিচকে শয়তান, হতে পারে তোর চোখে আমি তাই কিন্তু আমি এতোদিনে একটা কথাও মিডিয়াতে বলিনি তোর বিরুদ্ধে। আজ বলি, আমি আর যাই হই তোর মতো ধান্দাবাজ নই। তুই তো বড় মাপের অভিনেতা কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা, আগে ভালো মানুষ হতে হয়। না হলে লোকের মনোরঞ্জন বা মানুষের জন্য কাজ করবি কি করে?’
রুদ্রনীলের হেরে যাওয়া বিষয়কে কেন্দ্র করে অভিনেতা ভাস্বর আরও লেখেন, ‘তুই হেরে গিয়ে এক দিকে মঙ্গল হয়েছে। ভালো মানুষ হয়ে উঠ দেখবি নিজেকে নিজের ভালো লাগবে।’
অভিনেতা ভাস্বরের করা পোস্টে এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘আপনাদের আর্টিস্ট ফোরামের উচিত রুদ্রনীলকে নিষিদ্ধ করা। কোনো কাজ যেনো তিনি না পান সেটা দেখা। সব অন্যায়ের শাস্তি কিন্তু পাওয়া উচিত।’