আগামী ১৫ নভেম্বর অবশেষে মুক্তি পাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড চলচ্চিত্র ‘রোহিঙ্গা’।
চ্যানেল আই অনলাইনকে মিথিলা জানান, থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে নয়, বরং বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ডিজিটাল প্লাটফর্ম অ্যাপল টিভিতে। তিনি বলেন, “সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে না বলে আমার মন কিছুটা খারাপ। করোনায় সবকিছু এলোমেলো হয়ে গেলো। তারপরও মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। সিনেমাটার জন্য আমিও অপেক্ষা করছি।’’
২০১৯ সালে ডিসেম্বর থেকে ভারতের আসামে ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের শুটিং হয়। এতে মিথিলার বিপরীতে আছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। সম্প্রতি তিনি সালমান খানের নতুন ‘রাধে’ চলচ্চিত্রে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া বাকি শিল্পী ও কলাকুশলীদের বেশিরভাগই বলিউডের। চলচ্চিত্রটির নির্মাতা হায়দার খান বলিউডের ব্লকবাস্টার ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
মিথিলা জানান, চলচ্চিত্রটির নাম ‘রোহিঙ্গা’ হলেও রাজনৈতিক দিকের চেয়ে বরং এক রোহিঙ্গা নারীর ভালোবাসার গল্পই এর মূল উপজীব্য। তিনি বলেন, “‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’’
‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে হিন্দি ও রোহিঙ্গা – এই দুই ভাষায় কথা বলেছেন মিথিলা। এজন্য ভারতে রীতিমতো ক্লাস করে রোহিঙ্গা ভাষা রপ্ত করেন তিনি। মিথিলা বলেন, “হিন্দিতে আমি আগে থেকে কথা বলতে পারি। এছাড়া শুটিংয়ে একজন ট্রান্সলেটর রাখা হয়েছিলো।’’