আবারও অক্ষয় কুমারের সঙ্গে একই পর্দায় দেখা যাবে অভিনেত্রী ভূমি পেদনেকারকে। পরিচালক আনন্দ এল রাইয়ের অক্ষয় অভিনীত পরবর্তী ‘রক্ষা বন্ধন’ সিনেমায় । তবে এর আগেও ‘টয়লেট’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন ভূমি। এছাড়াও অক্ষয় প্রযোজিত ‘দূর্গামতি’ সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করেন ভূমি। এবার যুক্ত হলেন টিম ‘রক্ষা বন্ধনে’। অভিনেতা অক্ষয় কুমার নিজেই জানালেন এ খবর।
৯ জুন ইনস্টাগ্রামে অক্ষয় কুমার ছবিসহ একটি পোস্টে লিখেছেন, ‘যখন কেউ খুশি থাকে, তখন তাদের দেখলেই তা বোঝা যায়। এই মুহুর্তে ভূমিকে পেয়ে সেই একই অবস্থা আমাদের সবার।’ শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে পরিচালক, অক্ষয় কুমার ও ভূমি একটি টিলার উপরে বসে আছেন। শুধু তাই নয় কোন একটি বিষয় নিয়ে তারা প্রাণ খুলে হাসছেন।
এই একই ছবি ভূমি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন। আর সেখানে তিনি লেখেন, পরিচালক ও অক্ষয় কুমারের সঙ্গে আবার কাজ করতে পারায় তিনি খুবই আনন্দিত এবং সেসাথে ভূমি এই সুযোগের জন্য দুজনকেই ধন্যবাদ জানিয়েছেন।
গত বছরই রাখি বন্ধনের দিন এই ছবির ঘোষণা দিয়েছিলেন অক্ষয় কুমার এবং ছবিটি তিনি তার বোন অলকাকে উৎসর্গ করেছেন।