মুক্তি পাবে না শাকিবের সিনেমা!

আসন্ন ঈদে মুক্তি পাবে না শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’। বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে জানিয়েছেন সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন। পরিচালক বলেন, ‘এই পরিস্থিতিতে সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা খুবই কম।’

পরিচালক বিস্তারিতভাবে আরও বলেন , ‘সিনেমা হল খোলার সম্ভাবনা নেই। যদিও খোলে, এ পরিস্থিতিতে সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছে নেই আমাদের। তাছাড়া পোস্ট প্রডাকশনের কাজ তো করতেই হবে। এই অবস্থায় ভারতে কাজগুলো সময়ের মধ্যে করা সম্ভব না।’

অন্তরাত্মা সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন সোহানী হোসেন। অভিনেতা শাকিব খানকে নিয়ে এটা তার দ্বিতীয় সিনেমার কাজ। এর আগে ‘স্বত্ত্বা’ সিনেমা প্রযোজনা করছেন তিনি।

মার্চের প্রথম সপ্তাহে এই সিনেমার কাজ শুরু হয়। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন