মিমির ‘মিনি’ আসছে মে মাসে


অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে আসছে মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘মিনি’। দুই অসমবয়সী বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক।

দুই বন্ধু সম্পর্কে মাসি-বোনঝি। তাদের বন্ধুত্বকে কেন্দ্র করে আবর্তিত হবে সিনেমার গল্প। তিতলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। মিনির ভূমিকায় শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায়। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে ‘সারদা মা’-এর শিশু চরিত্রে কাজ করেছিল অয়ন্না।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীরা। এই প্রথম মৈনাক ভৌমিকের সিনেমার নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী। ‘স্মল টক আইডিয়াস’-এর ব্যানারে পুরো নারীকেন্দ্রিক সিনেমা হতে চলেছে ‘মিনি’।

২০২১ সালের অক্টোবরে সিনেমার শুটিং শেষে এতোদিন পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে। করোনার কারণে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়। তবে মিমি চক্রবর্তীর ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, মে মাসের ৬ তারিখে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন