এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
প্রার্থনা ফারদিন দীঘি ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে ফারহান খান রিওর বিপরীতে অভিনয় করেছেন। সুদীপ কুমার দীপের কথায় এই গানটিতে নাজমুন মুনিরা ন্যান্সি এবং প্রেম কণ্ঠ দিয়েছেন। ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে গানটির শুটিং করা হয়েছে।
দীঘি বলেন, “প্রথম বারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।“
‘হোটো পে নাম তেরা’ গানের মিউজিক ভিডিওটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়া দেশীয় একটি ইউটিউব চ্যানেলে গানটি বাংলা ভাষায় মুক্তি পাবে।
শিশুশিল্পী হিসেবে সফল দীঘির সাম্প্রতিক কাজ ‘টুঙ্গীপাড়ার মিয়াভাই’ এবং ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্র দুটি সাফল্যের স্বাদ পায়নি। সম্প্রতি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার মুম্বাই অংশের শুটিং শেষ করেছেন। এই চলচ্চিত্রে তাকে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর একটি চরিত্রে দেখা যাবে। এছাড়াও দীঘি শাপলা মিডিয়ার একাধিক চলচ্চিত্রেও কাজের প্রস্তুতি নিচ্ছেন।