‘মাস্ক পরুন, রাজনীতিবিদ হলে আলাদা কথা’

ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রন্তদের সংখ্যা। তা সত্ত্বেও থেমে নেই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচার-প্রচারণা। এমন কঠিন সময়ে রাজনীতিবিদদের আচরণ দেখে ক্ষুব্ধ হয়েছেন সাংসদ-অভিনেতা দেব। নিজে তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এর বিরুদ্ধে কথা বলেছেন। তবে রেগে নয়, আন্তরিকতার সঙ্গে। টুইটে এই অভিনেতা লিখেছেন, ‘মাস্ক না পরে বাইরে বের হবেন না, অবশ্য যদি আপনি রাজনীতিবিদ হন তাহলে আলাদা কথা! কথাটা কেন বললাম তা আপনারা জানেন।’ অভিনেতা আরও লেখেন, ‘খোঁচা দিয়ে লিখছি না। এবার সত্যিই আত্মনির্ভরশীল হওয়ার সময় এসেছে। নিজের জীবন নিজে বাঁচান।’

দেবের এমন চিন্তা ধারণায় মুগ্ধ হয়েছেন তার ভক্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন