মালাইকার জন্য সময়টা সহজ ছিল না

গত বছরেরর সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সেই যন্ত্রণাদায়ক স্মৃতিচারণ করলেন বলিউডের এই ‘আইটেম গার্ল’। সম্প্রতি ইনস্টাগ্রামে সেসব দুঃসহ দিনগুলোর ছবিসহ লেখা পোস্ট করেছেন তিনি।

‘মুন্নি’ ওরফে মালাইকা লিখেছেন, তার জন্য এই লড়াইটা সহজ ছিল না। লড়াইয়ে জেতাটাতেও ভাগ্যের হাতকে বড় করে তিনি দেখেন না। বলেছেন, ‘আমি ৫ সেপ্টেম্বর কোভিড আক্রান্ত হই। সেটা আমার জন্য খুবই কঠিন সময় ছিল। যারা করোনা থেকে সুস্থ হওয়াকে সহজ মনে করেন, তারা ভাগ্যবান বা তাদের প্রতিরোধ ক্ষমতা ভালো অথবা তারা করোনা সম্পর্কে জানেনই না। আমি এই সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়েছি। পথটা মোটেও সহজ ছিল না।’

মালাইকা আরো জানান, করোনায় তিনি শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। তার হাঁটতে অসুবিধা হতো। ওজনও বেড়ে গিয়েছিল, দুর্বল অনুভব করার সাথে সাথে তিনি বিষণ্নতায়ও ভুগেছেন। আগের শক্তি ফিরে পাবেন কিনা এ নিয়ে বড্ড চিন্তায় ছিলেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন