ঈদ আয়োজনে এবার দীপ্ত টিভির পর্দায় থাকছে জমকালো সব অনুষ্ঠান। ঈদের সাত দিনই এসব অনুষ্ঠান দেখা যাবে। ঈদের সপ্তম দিন সন্ধ্যা ৭টায় থাকছে ‘আগন্তুক’ শিরোনামের নাটক।
আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এ নাটকটির পরিচালনায় আছেন মোস্তফা মনন। নাটকটিতে অভিনয় করছেন লাক্স তারকা টয়া এবং মনোজ প্রামাণিক। টয়া আর মনোজ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তারিক আনাম খানকে।
অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই নাটকটি করতে শিল্পীদের দমের প্রয়োজন হয়। থিয়েটারের মতো করে ব্লকিং, যথাযথ রিহার্সেল করার পর চার ক্যামেরায় শুটিং এবং অনলাইন এডিটিং করা হয়েছে। দমটা এজন্যই, ঠিক মতো সংলাপ বুঝে মনে রাখা, ব্লকিং মনে রাখা, কখন কোন ক্যামেরায় লুক হবে, তাও মনে রেখে অভিনয় করা। বেশ কঠিন। ‘আগন্তুক’ নির্মাণ করতে গিয়ে পরিচালক হিসেবে মাল্টিক্যামে অভিজ্ঞতা দারুণ।’
মনোজ-টয়ার জীবনে হঠাৎই তারিক আনামের আগমন নিয়ে এগিয়ে যাবে এই নাটকের গল্প।