‘ভামবিড়াল শাসকদের আমলে’ উত্তম কুমারের সৌভাগ্য হয়নি

রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র মেয়ে দেবলীনা কুমার মাস কয়েক আগে প্রয়াত মহানায়ক উত্তম কুমারের বাড়ির বউ হয়েছেন। সম্প্রতি দেবলীনা কুমার ফেসবুক পোস্টে বলেছেন, ‘আজ বিরোধী শাসকের আমলে তথাকথিত বামপন্থী অভিনেতা সৌমিত্রবাবু নিজের যোগ্য সম্মানটুকু পেলেন, কিন্তু ভামবিড়াল শাসকদের আমলে উত্তমবাবুর সেই সৌভাগ্য হয়নি।’

সেই সাথে দেবলীনা একটি ছবি জুড়ে দেন। ছবিতে দেখা যায় দুটি মরদেহ, সৌমিত্রবাবুর মরদেহ রবীন্দ্রসদনে শায়িত, অপরটি উত্তমকুমারের মরদেহ যা রবীন্দ্রসদনে রাখা হয়নি। পোস্টটিতে আরও লেখা ছিল, ‘কমরোড প্রমোদ দাশগুপ্তের নির্দেশে উত্তমের মরদেহ রবীন্দ্রসদনে রাখা হয়নি।…আমরা শিল্পীদের মধ্যে ভেদাভেদ করি না।’

অপরদিকে উত্তম কুমারের পৌত্রী মউ, দেবলীনার পোস্ট শেয়ার করে লেখেন, ‘একদম সত্যি….. দাদুকে একটুও সম্মান দেয়া হয়নি তখন…. আমাদের বাবার মুখে শুনেছিলাম, দাদুর মরদেহ রবীন্দ্রসদনে রাখার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছিলেন, কারণ এতো ভিড় হচ্ছিল যে বাড়ির দরজা ভেঙে পড়েছিল, ওনাকে ভালো করে কেউ দেখতে পাচ্ছিলো না। কিন্তু তাকে সেই সময় কেউ সাহায্য করেনি..  খুব দুর্ভাগ্যজনক আমাদের পরিবারের জন্য।’

তিনি আফসোস করে আরো বলেন, সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে রাজার মতো ব্যবস্থা করা হতো। গান স্যালুটও করা হতো।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন