বিয়ের তারিখ ফাইনাল। বিয়ে এবং অনাগত বাচ্চা নিয়ে আলোচানা হচ্ছে অপূর্ব ও সাবিলার। বাচ্চার নাম ঠিক করছেন দুজনেই তবে কোনো নামই পছন্দ হচ্ছে না তাদের। তাই সিদ্ধান্ত নেন এই বিয়ে তারা করবেন না। এইভাবে একাধিক বার বিয়ে ভেঙে দেন তারা, আবার তা ঠিকও করে নেন। বিয়ে নিয়ে বিড়ম্বনা চলতেই থাকে তাদের মধ্যে।
অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। সিএমভির ব্যানারে ‘বিয়ে বিড়ম্বনা’ নামক একটি একক নাটক নির্মাণ করেছেন শিহাব শাহীন। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর চিত্রনাট্যে এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অপূর্ব ও সাবিলা।
পরিচালক শিহাব জানান, ‘গল্পটি খুব মজার। খুনসুটিতে ভরা, আবার গভীর প্রেমও রয়েছে। এগুলো আসলে সবার জীবনেই কম-বেশি ঘটেছে, ঘটছে এখনো। চেষ্টা করেছি বিয়ে ভাঙা-গড়ার এসব ছোট ছোট ঘটনা নিয়ে অন্যরকম একটা বিড়ম্বনার গল্প বলতে। ঈদের কাজ হিসেবে, এটা একটু অন্যরকম হবে বলে আশা রাখছি।’
নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী পাপ্পু।