লাদাখে ‘বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত’ প্রেক্ষাগৃহে দেখানো হলো বলিউড তারকা অক্ষয় কুমারের চলচ্চিত্র ‘বেল বটম’।
গত সপ্তাহে লাদাখে একটি বাতাসে ফোলানো যায় এমন একটি প্রেক্ষাগৃহ স্থাপন করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান পিকচারটাইম ডিজিপ্লেক্স। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১১ হাজার ফুট উপরে অবস্থিত এই প্রেক্ষাগৃহটিকে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত প্রেক্ষাগৃহ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এই প্রেক্ষাগৃহে ভারতের সামরিক সদস্যদের জন্য ‘বেলবটম’ চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অক্ষয় কুমার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রেক্ষাগৃহটির একটি ছবি পোস্ট করে অক্ষয় বলেন, “আমার বুক গর্বে ফুলে ওঠে যে লাদাখের লেহ-তে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত চলমান প্রেক্ষাগৃহে বেলবটম দেখানো হয়েছে। ১১৫৬২ ফুট উচ্চতায় -২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেক্ষাগৃহটি কাজ করতে পারে। দুর্দান্ত!”
লাদাখের চ্যাংপা যাযাবরদের নিয়ে স্তেনজিন ত্যানকং-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেকুল’ দিয়ে প্রেক্ষাগৃহটির যাত্রা শুরু হয়।
রনজিত এম তেওয়ারি পরিচালিত ‘বেলবটম’ চলচ্চিত্রটি গত ১৯ আগস্ট ভারতে মুক্তি পায়। এতে অক্ষয় কুমার ছাড়াও লারা দত্ত, হুমা কুরেশি এবং বানি কাপুর অভিনয় করেছেন।