বিরাটের কোনো সাহায্য চান না আনুষ্কা

আনুষ্কা স্বামীর বিরাট কোহলির কোনো সাহায্যই নেন না। যা করবেন নিজ যোগ্যতায় আর এমনটাই চেষ্টা করছেন আনুষ্কা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করছেন আনুষ্কা। আর এই কাজটা সহজ না হলেও সহজ করে দেখালেন এই অভিনেত্রী।

বেশ কিছুদিন আগে এ জুটির প্রথম কন্যা সন্তান ভামিকা জন্মগ্রহণ করেছে তাদের ঘর আলো করে। মেয়ে জন্ম নেওয়ার ঠিক আড়াই মাসের মাথায় এই অভিনেত্রী কাজে মনোযোগ দিয়েছেন। সম্প্রতি একটা বিজ্ঞাপনের কাজের ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি অবাক করা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শুটিং সেটে হয়তো শুটিংয়ের ফাঁকে খেলায় মেতেছেন বিরুষ্কা। বিরাটের পিছনে দাঁড়িয়ে আছেন আনুষ্কা এবং অভিনেত্রী বিরাটকে জড়িয়ে ধরে উঠানোর চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে প্রথম চেষ্টাতেই তিনি সফল হয়ে যান। বিরাট তাকে সাহায্য করতে গিয়েছিলেন কিন্তু আনুষ্কা তাকে সাহায্য করতে বারণ করেন এবং বলেন, “নিজেকে তোলার চেষ্টা করবে না”।দ্বিতীয় চেষ্টায় আরেকটু এবং শেষ পর্যন্ত বিরাটকে তুলেই ফেললেন আনুষ্কা।
ভিডিওটি শেয়ার করে আনুষ্কা শিরোনাম লিখেছেন, “পারলাম তো” ?

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন