নিজের অভিনীত চলচ্চিত্র দেখতে প্রেক্ষাগৃহে ঢুকতেই পারলেন না টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
২০ আগস্ট অতনু ঘোষের পরিচালিত চলচ্চিত্র ‘বিনিসুতোয়’ মুক্তি পেয়েছে। এ চলচ্চিত্রে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ঋত্বিক জানান, নন্দন – ১ প্রেক্ষাগৃহে তিনি ‘বিনিসুতোয়’ দেখতে গিয়েছিলেন। কিন্তু প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট এক ব্যক্তির বাধার মুখে তাঁকে নিজের অভিনীত চলচ্চিত্র না দেখেই ফিরে যেতে হয়। পাশাপাশি দর্শকদের সঙ্গে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
ঋত্বিক লিখছেন, “কি সব নিয়ম উল্লেখ করে, আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না, আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন। অথচ আমাদেরই ছবি চলছে, আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে ছিলাম, আপনাদের কারো সাথে কথাও হল। আশা রাখি উনি নিশ্চয়ই একদিন নন্দনের গেট দাঁড়ানোর মতো ভদ্রতা শিখে নেবেন।”
তবে এ তিক্ত অভিজ্ঞতার মধ্যেই ঋত্বিক জানান, প্রেক্ষাগৃহে ‘বিনিসুতোয়’ প্রদর্শনী হাউজফুল হয়েছে।
ঋত্বিকের এই অভিজ্ঞতা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। ঋত্বিকের ভক্তরা অনেকেই তাঁকে সমর্থন করলেও আবার পাল্টা প্রশ্নও তুলেছেন অনেকে। তাঁদের দাবি, নন্দনে কর্মরত সেই ব্যক্তি নিজ দায়িত্ব পালন করছিলেন মাত্র।