বিটিভির ঈদ আয়োজনে ১৫টি ব্যান্ড

এবার ঈদুল আজহায় বিটিভির ঈদ আয়োজনে থাকছে ১৫টি ব্যান্ডের জমাকালো সব পরিবেশন।

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ‘রক কার্নিভাল’ নামের এক অনুষ্ঠানে গাইবে চিরকুট, আর্বোভাইরা, ব্ল্যাক, নোভা, মেকানিক্স, ইনডালো, পেন্টাগন ও ট্রেইনরেক। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম।

ঈদের দিন বিকাল ৫টা ১০ মিনিটে ‘রক কার্নিভাল’ দেখা যাবে। এছাড়াও ঈদের চতুর্থ দিন বিকাল ৫ টা ১০ মিনিটে থাকছে ‘হাসতে দেখো গাইতে দেখো’ ও ঈদের ষষ্ঠ দিন রাত ৮ টা ৪৫ মিনিটে ‘ঈদের ব্যান্ড সংগীত’। এই তিনটি অনুষ্ঠান প্রচারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

নীল হুরে জাহানের উপস্থাপনায় ‘হাসতে দেখো গাইতে দেখো’ প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে গাইবে সিম্ফনি, পার্থিব, এফ মাইনর ও শহরতলী। ‘ঈদের ব্যান্ড সংগীত’ এ সংগীত পরিবেশন করবে কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, নদার্ন স্টার, রেশমি ও মাটি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন