বাবার মৃত্যুতে পাশে ছিলেন না হিনা!

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী হিনা খানের পিতা। কিন্তু পিতার মৃত্যুর সময় পাশে ছিলেন না অভিনেত্রী হিনা খান। সে সময়ে কাশ্মীরে শ্যুটিং করছিলেন হিনা। দুঃসংবাদ পৌঁছানো মাত্রই সেখান থেকে রওনা হন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই বাবাকে নিয়ে নানা ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন। গতবছর লকডাউনে বাবার সাথে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তার বাবাকে বলতে শোনা গিয়েছিলেন মেয়ের টাকা বাঁচাতে তার সব ডেবিট ও ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছেন তিনি।

ভারতীয় চ্যানেল স্টার প্লাস এর ধারাবাহিক নাটক ‘ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়’ তে অকশেরা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে ‘বিগ বস-১১’ সিরিজের মাধ্যমে চর্চায় উঠে আসেন। শ্রীঘই সাহির শেখের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। সবই ঠিকঠাক চলছিল। তবে পিতার মৃত্যুতে হিনার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রীর পিতার মৃত্যুর খবর শুনে, সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন ভক্তরা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন