পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের নাটক অবলম্বনে ‘শহরের উপকথা’ চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ (১৯৫৫) অবলম্বনে ‘শহরের উপকথা’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক বাপ্পা। এই চলচ্চিত্রে বাদল সরকারের ভূমিকায় অভিনয় করবেন টলিউড অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।
শুভাশিস ছাড়াও এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সন্দীপ মন্ডল, লামা হালদার, রজত গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আশরাফ শিশির।
‘শহরের উপকথা’ চলচ্চিত্রের গল্প মানুষের সত্ত্বা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে। এই গল্পে চলচ্চিত্র, নাটক, মঞ্চ এবং ব্যস্ত শহরে মানুষের মধ্যে সম্পর্কের বিষয়টি প্রাধান্য পাবে। এই চলচ্চিত্রে সৌম্যঋতের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন দুর্নিবার সাহা এবং পরশিয়া সেন।
‘শহরের উপকথা’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের খাতা খুলেছেন পরিচালক বাপ্পা। ‘চোখ’ নামের একটি ওয়েব সিরিজের নির্দেশনাও দিয়েছেন তিনি।