নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ‘ক্লিফোর্ড দ্যা বিগ রেড ডগ’ চলচ্চিত্রটি। টরেন্টো ফিল্ম ফেস্টিভালে প্যারামাউন্টস স্টুডিওর এই চলচ্চিত্রটির গালা প্রিমিয়ার হচ্ছে না।
১৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এনটারটেইনমেন্ট ওয়ান স্টুডিওর ‘ক্লিফোর্ড দ্যা বিগ রেড ডগ’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা ছিলো। তবে কিছুদিন আগেই স্টুডিওটি জানায়, করোনাভাইরাসের ডেলটা ধরন সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রটি।
এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক বিবৃতিতে বলা হয়, “এই পরিবর্তনের কারণে এই বছরের টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই চলচ্চিত্রটি দেখানো হবে না।“ মুক্তির নতুন তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।
গত ২০ জুলাই টরোন্টো ফিল্ম ফেস্টিভালে যোগ দেয় ‘ক্লিফোর্ড দ্যা বিগ রেড ডগ’ চলচ্চিত্রটি। নরম্যান ব্রিডওয়েলের জনপ্রিয় শিশুতোষ বই অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মূল চরিত্র ২৫ ফুট উচ্চতার লাল রঙের কুকুর ক্লিফোর্ড এবং তার ক্ষুদে মালিক এমিলি এলিজাবেথ। এমিলির চরিত্রে অভিনয় করছেন ডারবি ক্যাম্প। এছাড়াও আছেন জ্যাক হোয়াইটহল, জন ক্লিজ এবং টনি হেইল। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াল্ট বেকার।