পাবনায় থেকে যাবেন “শাকিব খান’

অভিনেতা শাকিব খান। ঢালিউড তারকা অভিনেতা শাকিব খান’র নতুন ছবি ‘অন্তরাত্মার’ শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবিটির অনেকাংশই শুটিং হবে পাবনা শহরের আশেপাশে অনেক স্থানেই। শাকিব খান বলেছেন পাবনা শহরের পরিবেশটা অনেক সুন্দর । গত শুক্রবার শাকিব খান পাবনায় গিয়েছিলেন অংশ নেন ছবির মহরতে আর উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ছবির আরও অনেকেই ছিলেন পরিচালক নিজেও। মহরতের আগে এ মন্তব্য গুলো করেছেন তিনি। ভারত থেকে নায়িকা আসছেন তবে এখনো কে তার সাথে অভিনয় করছেন তা প্রকাশ হয়নি। এই ছবিটিতে বাংলাদেশ আর ভারত থেকে অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে। শাহেদ শরীফ খান, আরও অভিনয় করবেন কলকাতার দ’র্শনা বণিক, ঝুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ। সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান। শনিবার থেকেই শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান’। অন্তরাত্মা ছবিটি ঈদে মুক্তি পাবে বলে পরিচালক ঘোষণা দেন। শাকিব খানের ভক্তরা অপেক্ষায় আছেন ছবিটির মুক্তির জন্য। গল্পটি খুবই রোমাঞ্চকর বলে জানিয়েছেন শাকিব খান। দর্শকের অনেক পছন্দ হবে বলে ও জানিয়েছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন