পরীমনি সমালোচনা পছন্দ করেন

চিত্রনায়িকা পরীমনি ১৯ জুন ফেসবুকে স্ট্যাটাসে লেখেন তিনি সমালোচনা পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা হচ্ছে। তিনি লিখেছেন, ‘আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।’

পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন সাভার থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে ব্যবসায়ী নাসির উদ্দীন আহমেদ ও তুহিন সিদ্দিকী অমি সহ পাঁচজনকে প্রেপ্তার করে পুলিশ।

এর আগে ঘটনার দিন বনানী থানায় মামলা করতে গিয়ে সহায়তা পাননি পরীমনি, এমনটাই জানিয়েছিলেন। এছাড়াও তার দাবি, যাদের কাছে সহায়তা চেয়েছিলেন তাদের কারো কাছ থেকে কোন সহযোগিতা পাননি তিনি। উল্টো তাকে বাঁধা দেয়ার চেষ্টা করা হয়েছিল।

এরপর ফেসবুকে ১৩ জুন রাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন পরী। সেই রাতেই সংবাদ সম্মেলন করেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়িকাকে ঘিরে নানা রকম নেতিবাচক সমালোচনা উঠে আসে। তবে এই সমস্ত কোন কিছুই তিনি তোয়াক্কা করেন না এমনটাই মন্তব্য পরীর।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন