পরিণীতি চোপড়া লিঙ্গ বৈষম্য দেখেছেন মুম্বাই এসে

এক বছর পড়ে থাকার পর অবশেষে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর অভিনীত ‘সন্দীপ অর পিঙ্কি ফারার’ সিনেমা। করোনার কারণে হলে মুক্তি দেয়া গেল না, এক বছর পর এটি গত ২০ মে মুক্তি পেল অ্যামাজন প্রাইমে। সাসপেন্স এবং থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।

বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে এই চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, সিনেমাটি দর্শক ভালোভাবে নিচ্ছে। লিঙ্গ বৈষম্যে নিয়েও কথা বলেছেন তিনি, ‘আমি এমন বাড়িতে বড় হয়েছি যেখানে কখনো লিঙ্গ বৈষম্য ছিল না। আমার দুই ভাই রয়েছে। আমি আমার ভাইদের থেকেও বেশি সুযোগ পেয়েছি। তবে এই লিঙ্গ বৈষম্য আমি পেয়েছি মুম্বাই শহরে।’

অভিনেত্রী সেই সাথে আরো বলেছেন, তিনি ছোটবেলা থেকেই পিতৃতান্ত্রিক সমাজটা দেখছেন। কিন্তু ছোটবেলায় লিঙ্গ বৈষম্য দেখেননি। বললেন, অফ বা অন স্ক্রিনে কোনো কাজের জন্য কেউ যদি তাকে বলে, এটা ছেলে পারবে মেয়ে নয়, তিনি তাৎক্ষণিক তার বিরোধিতা করবেন এবং এই পুরোনো চিন্তাকে পরিবর্তনের চেষ্টা করবেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন