না ফেরার দেশে ফরিদ আহমেদ

বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ ১৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার রাজধানীর পর পর দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ১১ এপ্রিল থেকে লাইফ সার্পোটে ছিলেন।

সাংস্কৃতিক জগতে এই সঙ্গীত পরিচালকের ছিল অনেক অবদান। তাঁর সুরকরা গান এখনো দর্শক হৃদয়ে স্পর্শ করে যায়। গায়ক কুমার বিশ্বজিৎ-এর গাওয়া ‘তুমি ছাড়া আমি যেনো মরুভূমি’ এই গানে সুর করে তিনি অনেক প্রশংসীত হয়েছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’-র টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি চুপি’ এর সুরকারও তিনি।
২০১৭ সালে ফরিদ আহমেদ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন