২০০৮ সালে মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা ‘ইউ মি অর হাম’ এবং ২০১৬ সালের অ্যাকশন থ্রিলার ‘শিভায়’-এর পর নিজের তৃতীয় চলচ্চিত্র পরিচালনায় নেমেছিলেন বলিউড তারকা অজয় দেবগন। ‘মে ডে’ নামের এই চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে অজয়ের পর্দায় উপস্থিত হওয়ার কথা। তবে আর সবকিছু ঠিক থাকলেও চলচ্চিত্রের নাম বদলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়েছে মুক্তির তারিখও।
২৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই খবর দিয়েছেন অজয় নিজেই। নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন, ‘মে ডে’-এর বদলে চলচ্চিত্রটির নাম এখন হবে ‘রানওয়ে ৩৪’। আর ঘোষণা দেন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘রানওয়ে ৩৪’ চলচ্চিত্রটি ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তি পাবে।
২০১৫ সালে জেট এয়ারওয়েজ বিমানসংস্থার দোহা থেকে কোচির যাত্রীবোঝাই একটি বিমান ভয়ংকর প্রতিকূল পরিস্থিতিতে পড়ে। এর মাঝেও বিমানের চালক যেভাবে নিষ্ঠার সঙ্গে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলো, সেই ঘটনাকে কেন্দ্র করেই ‘রানওয়ে ৩৪’ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রে এই পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। এছাড়াও চলচ্চিত্রে মুখ্য কয়েকটি চরিত্রে আছেন রাকুল প্রীত সিং, বোমান ইরানি ও অঙ্গীরা ধর।