নতুন খবর দিলেন এভলিন শর্মা!

বিয়ের দুমাসেই নতুন খবর দিলেন বলিউড অভিনেত্রী এভলিন শর্মা। মা হতে যাচ্ছেন এই নায়িকা। দুমাস আগে ১৫ মে এভলিন অস্ট্রেলিয়ার ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন।

পারিবারিকভাবে অল্প কয়েকজন সদস্যের উপস্থিতে বিয়ে করেন এভলিন ও তুশান। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এই তারকা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন সে খবর।

১১ জুলাই এভলিন তার ইনস্টাগ্রামে একটি হলুদ রঙের মনোকিনিতে নিজের বেবি বাম্প ফ্লট করে ছবি শেয়ার করেছেন। শিরোনামে লিখেছেন, ‘ তোমাকে নিজের হাতে আগলে ধরবার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

২০১৮ সালে তূশান এর সঙ্গে পরিচয় হয় এভলিনের। সেখান থেকেই বন্ধুত্ব শুরু তাদের। এর আগে ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেরে বসে এভলিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তূশান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন