দ্বিতীয় সন্তানের ছবি!

কারিনা কাপূরের পিতা রান্ধীর কাপূরের ইনস্টাগ্রাম থেকে সম্প্রতি একটি কোলাজ ছবি সোশ্যাল মিডিয়ার পেজ গুলোতে ভাইরাল হতে শুরু করে । যা পরবর্তীতে পোস্টটি রান্ধীর কাপূরের ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায় নি।
কি ছিল এই ছবির রহস্য ? যা অভিনেতাকে সরিয়ে ফেলতে হয়েছে।

গত ২১শে ফেব্রুয়ারি চিত্রনায়িকা কারিনা কাপূর দ্বিতীয় পুত্রের জন্ম দেন। এরপর থেকেই একটিবারের জন্যও সোশ্যাল মিডিয়ায় তিনি তার পুত্রের ছবি প্রকাশ করেননি।নেটিজনরা যেনো অধির আগ্রহ নিয়ে বসে আছেন ছোট নবাবকে এক ঝলক দেখার জন্য।

তবে এবার যেনো সাইফ এবং কারিনা প্রতিশ্রুতি করেছেন সোশ্যাল মিডিয়ায় পুত্রকে যেনো আনবেই না। এখন পর্যন্ত ছোট নবাবের নামকরণ করা হয়নি। নেটিজনদের ধারণা হয়তো নামকরণ অনুষ্ঠানেই তৈমুর আলী খানের ছোট ভাইকে দেখা যাবে।

রান্ধীর কাপূরের শেয়ারকৃত কোলাজ ছবিতে দেখা যাচ্ছে একপাশে তৈমুর আলী খানের ছোট বেলার ছবি অপরদিকে ছোট আরেকটি বাচ্চার ছবি। সদ্যজাত অপর বাচ্চাকে এখন পর্যন্ত এর আগে দেখা যায়নি। কিছু সময় পর ছবিটি সরিয়ে ফেলা হয়। কিন্তু ইতিমধ্যেই ছবির স্ক্রিনশট কারো চোখ এড়াতে পারেনি এবং ছড়িয়ে পরেছে বিভিন্ন গণমাধ্যমে।
নেটিজনদের ধারণা তৈমুর আলী খানের ছোট ভাই।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন