ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেতা দিলদার। বলা চলে কৌতুকের রাজা ছিলেন তিনি। তাকে বাংলা চলচ্চিত্রের প্রাণ বললেও ভুল হবে না। তার অভিনয়ে মুগ্ধ হয়েছে অসংখ্য দর্শক। পর্দায় তার অভিনয়ে হাসেননি এমন দর্শক নেই বললেই চলে। কিন্তু তিনি আমাদের মাঝে নেই দীর্ঘ ১৮ বছর। ২০০৩ সালে ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর।
দিলদারের পুরো নাম দিলদার হোসেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মৃত্যুর বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।
নায়ক থেকে শুরু করে খল চরিত্রে অভিনয় করলেও ঢাকাই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দিলদার।