করোনাতে প্রথম ধাপের লকডাউনের পর স্বাভাবিক গতিতে ফেরেনি বলিউড। কিন্তু দ্বিতীয় লকডাউন শেষ হতেই উদ্যমী হয়ে কাজে ঝাঁপিয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি।
‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ খ্যাত রাধিকার একটি সূত্রের বরাতে এই খবর জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, এই তিন মাসে কোনো বিরতি ছাড়াই তিনি দুটি ওটিটি কন্টেন্ট এবং বিক্রান্ত মাসেইয়ের সঙ্গে ক্রাইম থ্রিলার ‘ফরেনসিক’ চলচ্চিত্রের কাজ শেষ করেন। সঙ্গে ছিলো ছয়টি ব্র্যান্ড ক্যাম্পেইনও।
এত কম সময়ে তিনটি চলচ্চিত্রের শুটিংয়ে ভিন্ন ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করাটাই ছিলো রাধিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এতে তাকে শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তনের মধ্য দিয়েও যেতে হয়েছে।
শুটিংয়ে শিল্পীদের পেশাদারত্ব নিয়ে অনেক সময়ই অভিযোগ ওঠে। তার বিপরীতে সব রকমের চ্যালেঞ্জ নিয়েও পেশাদারিত্ব বজায় রেখেছেন রাধিকা। আর টানা তিন মাস শুটিংয়ের পর অবসর কাটাতে লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। রাধিকাকে দেখা যাবে ‘মিসেস আন্ডারকভার’, ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘মেড ইন হ্যাভেন টু’ ও ‘ফরেনসিক’ চলচ্চিত্রে।