মাদক মামলায় বলিউড তারকা শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতের মাদক নিরোধক সংস্থা এনসিবি।
২ অক্টোবর রাতে এক বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ২৩ বছর বয়সী আরিয়ান সহ আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনবিসি)। পরোয়ানায় বলা হয়, প্রমোদতরির টার্মিনালে মাদকদ্রব্য ও নগদ ১,৩৩,০০০ রুপি উদ্ধার হয়েছে। গতকাল ৪ অক্টোবর আদালত আরিয়ানের জামিন আবেদন নাকচ করে ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে রাখার অনুমতি দেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, আরিয়ানের মুঠোফোনে মাদক সংক্রান্ত কথোপকথন ও ছবি পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে মাদক সরবরাহকারীদের সংশ্লিষ্টতা আছে কিনা জানতে প্রাথমিকভাবে ১১ অক্টোবর পর্যন্ত রিমান্ডের আবেদন করেছিল এনসিবি। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে অবশ্য আদালতে দাবি করেন, আরিয়ানের কাছে কোনো মাদকদ্রব্য তো ছিলোই না, এর সঙ্গে তার কোনো প্রকার সংযোগও নেই। হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া তথ্যাদি প্রমাণ হিসেবে যথেষ্ট নয় উল্লেখ করে সতীশ বলেন, “আরিয়ানের কোনো টিকিট ছিল না, এমনকি কেবিন বা কোনো আসন ছিল না। তার বোর্ডিং পাসও ছিল না। কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কিছুই পাওয়া যায়নি। সেদিক থেকে আরিয়ানের অপরাধগুলো জামিনযোগ্য।’’
প্রসঙ্গত, মুম্বাইয়ের কর্ডেলিয়া নামের এই প্রমোদতরি থেকে আরিয়ানের পাশাপাশি গ্রেফতার হন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা সহ আরও অনেকে। গ্রেফতারের আগে পুলিশের ধারণ করা জবানবন্দিতে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান বলেন, “মাদক নিয়ে ভুল করেছি।’’