ক্রুয়েলা চলচ্চিত্রের সিকুয়েলে অভিনয়ের জন্য ডিজনির সঙ্গে চুক্তি সই করেছেন হলিউড তারকা এমা স্টোন।
ডিজনির ‘১০১ ডালমেশিয়ান’ চলচ্চিত্রের ভিলেন ক্রুয়েলা ডে ভিলের পেছনের গল্প নিয়ে নির্মিত ‘ক্রুয়েলা’ চলচ্চিত্রটি গত ২৮ মে প্রেক্ষাগৃহ এবং ডিজনি প্লাস স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পায়। এযাবত যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৮৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ১৪০ মিলিয়ন ডলারব আয় করেছে চলচ্চিত্রটি।
ডিজনির চতুর্মাসিক আয়ের প্রতিবেদন জমাদানকালে ডিজনি সিইও বব চ্যাপেক বলেন, “কোভিড শুরুর পর থেকেই আমরা কলাকুশলীদের সঙ্গে শয়ে শয়ে নতুন চুক্তিতে গিয়েছি। এর সবগুলোই খুবই ভালোভাবে গেছে। তাই আমরা আশা করছি ভবিষ্যতেও তা-ই হবে।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক উইডো’ চলচ্চিত্রটিও দুই প্লাটফর্মে একই দিনে মুক্তি দেওয়ার পর ডিজনির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনেন মারভেল তারকা স্কারলেট জোহানসন। জবাবে ডিজনি মন্তব্য করে, “বিশ্বে দীর্ঘ সময় ধরে চলমান কোভিড-১৯ অতিমারির ভয়াবহ প্রভাবকে নিষ্ঠুরভাবে অবজ্ঞা” করা হয়েছে এই অভিযোগে। এর পরিপ্রেক্ষিতে জোহানসনের পাশে দাঁড়ান হলিউড অঙ্গনের নানা ব্যক্তিত্ব। ডিজনির বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য এবং ভিত্তিহীন দায় চাপানোর অভিযোগ এনেছেন অনেকেই।