টলিউড পাড়ায় শ্রীলেখা মিত্রের ঝড়, এবার কি কান্ডে জড়ালেন এই অভিনেত্রী

শ্রীলেখা মিত্র বরাবরই এক্টিভ তার সোশ্যাল মিডিয়ার। টলিউড পাড়ায় চলছে বর্তমানের রাজনীতির আবহাওয়া এ বছর তারকাদের মেলা বসেছে রাজনীতিতে কেউ বিজিপি কেউ তৃণমূল কেউ বা আবার অন্য কোনো সংগঠনে জড়িত। রাজনীতির কর্মকান্ডের উপর শ্রীলেখা সম্প্রতি একটা ধামাকা মন্তব্য করে বসেন। এ মন্তব্যে বিরক্ত তার সহকর্মীরা। এ যেনো সরাসরি সবার কপাল বরাবর তিঁর ছুঁড়ে মারা।

শ্রীলেখা মিত্র তার পোস্টে লিখেছেন, ‘জানতে পারলাম ৭কোটি টাকা নিয়ে বিজিপিতে যোগ দিয়েছেন তারকারা।’ শ্রীলেখার এই পোস্টে নেট দুনিয়ায় চলছে হট্টগোল অবস্থা। নেটিজনদের শেয়ার আর কমেন্টের ভিড়ে শ্রীলেখা মিত্রের পোস্ট চোখ পরে গেলো অভিনেত্রী রিমঝিম মিত্রের ও তিনি নিজেই একজন বিজিপির সমর্থনকারী। তিনি তার পোস্টের কমেন্ট বক্সে লিখলেন দিদি নাম এবং প্রমাণ অবশ্যই বলো,না হলে আইনি পথে যাবে পার্টি।তারপরেই শুরু হয়ে গেলো তাদের বালিশ লড়াই যুদ্ধ। এ যেনো প্রকাশ্যে যুদ্ধ। কেউ সমর্থন করছে শ্রীলেখা মিত্রে পোস্টের পক্ষে আবার কেউ মতামত দিচ্ছে বিপরীত দিকে। শ্রীলেখা মিত্র কোনো রাজনীতির পক্ষে নয় তবে রাজনীতির পালাবদল নিয়ে প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে থাকেন। তার মতে সবাই সময় বুঝে পরিবর্তন করে ফেলে কথা এবং কাজ।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন