‘নাশা’ সিনেমা খ্যাত মডেল-অভিনেত্রী পুনাম পান্ডেকে নিয়ে বলিউডে গুঞ্জন উঠছে, মা হতে চলছেন তিনি।
তবে এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন এই তারকা। এ বিষয়ে জি নিউজকে পুনাম বলেন, ‘জোর করে অন্তঃসত্ত্বা বানাবেন না। একজন নারীর এটি খুশির সংবাদ। কিন্তু আমার জন্য নয়, কারণ আমি অন্তঃসত্ত্বা নই।’
তিনি আরও বলেন, ‘একবার জিজ্ঞেস তো করে নিবেন! আমার জীবনের সবকিছু খোলা বইয়ের মতো। অন্তঃসত্ত্বা হলে মিষ্টি বিতরণ করবো।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে ভুয়া এই খবর। বরাবরই পুনাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিও নিয়ে আলোচনায় থাকেন। তিনি ‘নাশা’, ‘ট্রিপ টু ভানগাড়’, ‘আ গায়া হিরো’ ছবিতে অভিনয় করেছেন।
গত বছর সেপ্টেম্বরে দীর্ঘ দিনের প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম পান্ডে। কিন্তু বিবাহের ঠিক ১৩ দিনপর স্বামীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন তিনি। তবে কিছুদিন পরেই এই মনোমালিন্যের অবসান ঘটে। সম্প্রতি শোনা যাচ্ছে, পুনাম স্যামের সন্তানের মা হতে চলছেন। এছাড়াও ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু পুনাম দাবি করছেন এই ঘটনাটি সম্পুর্ন গুজব। তিনি অন্তঃসত্ত্বা নন।