জন্মদিনে নতুন চমক নিয়ে এলেন আলিয়া ভাট

আজ অভিনেত্রী আলিয়া ভাটের ২৮ তম জন্মদিন। জন্মদিনে আলিয়া তার আর.আর.আর এর লুক প্রকাশ করলেন। যদিও কথা ছিল এস এস রাজমৌলির আরআরআর ছবিতে আলিয়া অভিনয় করতে যাচ্ছেন।

‘গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী’র সিনেমায় আলিয়ার লুক নেটিজনদের মন যেনো কেড়ে নিয়েছে। আরআরআর এর লুক ও যেনো কোনো কিছুতে কম নয়। গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী থেকে আলিয়া যেনো ‘সীতা’ হয়ে ফিরলেন। ছবিটি শেয়ার করার পর থেকেই অসংখ্য লাইক, মন্তব্য এবং সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা তো আছেই। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরাও।

ছবিতে দেখা যাচ্ছে আলিয়া সোনালী পাড়ের সবুজ শাড়ি এবং লাল টুকটুকে প্রিন্ট করা ব্লাউজ পরা। নাকে নাঁকফুল,কপালে লাল খয়েরী টিপ। চোখে যেনো বিষণ্নতা। হয়তো কোনো কিছুর অপেক্ষায় যেনো বসে আছে মেয়েটি। সেই সাথে গায়ে আছে হালকা গহনা। সামনে আছে ফুল সাজানো ফুলের ডালি। গতকাল প্রকাশিত অবয়ব না দেখানোর বিপরীত ছবিটি এটা যেখানে দেখা গিয়ে ছিলো রামের মূর্তির সামনে একটি নারী বসে আছে। এই সিনেমায় আলিয়ার সঙ্গে অভিনয় করছেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা রাম চরণ। সেই সাথে অভিনেতা অজয় দেবগানকেও দেখা যাবে একটি গুরত্বপূর্ণ চরিত্রে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন