চাকরি না অভিনয় কোনটা প্রতীক চান !

সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘দ্য বিগ বুল’-এ অভিনয় করেছেন প্রতীক গান্ধী। এই ছবির অভিনয়ের পর ফের ফোকাসে এসেছেন গুজরাটের এই অভিনেতা। সাম্প্রতিক হিউম্যানস অব বম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে ছবির আগের এবং পরে নিজের জীবন নিয়ে খোলাসা করলেন প্রতীক।

প্রতীক বলেন, “চতুর্থ শ্রেণিতে পড়াকালীন আমি প্রথমবার ষ্টেজে পারফর্ম করি। আর সেটা শুধুমাত্র পাঁচ মিনিটের একটা পর্ব, কিন্তু যে করতালি আমি পেয়েছিলাম সেটা আমার সাথে আজও রয়ে গেছে। এরপর থেকেই অভিনয়ের যাত্রা আমার শুরু। আরও অনেক চরিত্রের জন্য কাজের অফার আসতো
তবে পরিবার থেকে পড়াশোনার প্রতি চাপ আসতে শুরু করায় আমি পড়াশোনায় মনোযোগ দিতে থাকি। ইন্জিনিয়ারিং পড়ার পাশাপাশি টুকটাক অভিনয়টাও চালিয়ে যাই। কারণ অভিনয়টা ছিল আমার ভালোবাসা।”

তিনি আরও জানান, “২০০৬ সালে বন্যায় বাড়ি ঘর সব ভেসে যায়। এই সময় পরিবারসহ বোম্বে চলে আসি। তবে আমি গ্র্যাজুয়েশন শেষ করে আগেই চলে এসেছিলাম মুম্বাইয়ে। একটি রুম ভাড়া করে ৪ জন একসাথে একই রুমে থাকতে হতো। এমনকি বিয়ের পরেও আমরা ৫ জন একসাথে থাকি।পুরো সময়রে জন্য একটি কাজ খুঁজে নেই। কিন্তু এরই মাঝে ২ঘন্টা করে সময় বের করে নিতাম অভিনয়ের জন্য। ভাগ্যক্রমে ‘বে ইয়ার’ হিট হওয়ার পর রাতারাতি আমি গুজরাটি ছবির মেইন স্ট্রিম অভিনেতা হিসেবে পরিচিতি পাই।পরবর্তীতে আরেকটি ছবির অফার পাই । তারপর ঐ সময়ে এসে আমি রিস্ক নিয়ে চাকরিটা ছেড়ে দেই। তখন আমার বয়স ৩৬ বছর।”

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন