অনলাইন প্লাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেইলার প্রকাশিত হল। ০২ জুন সন্ধ্যায় চরকির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি সম্প্রচার করা হয়। এর আগে ০১ জুন ‘মরীচিকা’ সিরিজটির প্রধান চারটি চরিত্র নিয়ে চারটি পোস্ট করা হয়েছিল।
শিহাব শাহিন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ গত বছর থেকেই বেশ আলোচনায় ছিল। চরকির এই প্রযোজনায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি সহ টেলিভিশন তারকা জোভান। সিরিজটি নিয়ে দর্শকদের বেশ কৌতূহল ছিল। এই কৌতূহলের কিছুটা অবসান হল ‘মরীচিকা’র ট্রেলার প্রচার হওয়ার মাধ্যমে।
প্রায় ২মিনিটের এই ট্রেইলারটিতে দেখা গেছে ভিলেন রূপে আফরান নিশোকে, পুলিশ চরিত্রে সিয়াম এবং মডেল চরিত্রে মাহিয়া মাহিকে।
‘মরীচিকা’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা শিহাব শাহিন নিজেই। তরুণ এক মডেলের মৃত্যু নিয়ে তৈরি এই সিরিজটি। যা ঘিরে থাকবে থ্রিল, ড্রামা আর সাসপেন্স।