গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন ঢালিউড তারকা পরীমনি।
গতকাল ১৭ সেপ্টেম্বর এই খবর নিশ্চিত করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নিজেই। তিনি বলেন, “পরীকে পেয়ে আমি হ্যাপি। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি রাবেয়া চরিত্রটি নতুন মাত্রা পাবে পরীর মাধ্যমে। কারণ ছবির মূল চরিত্রই এটি।“
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে চলচ্চিত্রটি ৫০ বছর আগের এক গ্রামের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। ১০ অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নির্মাতা।
দৈনিক দ্যা ডেইলি স্টারকে পরীমনি বলেন, “গল্পটি আমি মনোযোগ দিয়ে পড়েছি। আমার কাছে দুর্দান্ত লেগেছে গল্পটি। সিনেমার চরিত্র, গল্প নিয়ে পরিচালকের সাথে কথা হয়েছে।“
‘রাবেয়া’ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ নুসরাত ফারিয়া শিডিউল জটিলতায় ‘গুনিন’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালে এই সুযোগ আসে পরীমনির সামনে। এর আগে সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে এবং ‘প্রীতি’ ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন।
পরীমনি বলেন, “জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। আমাকে বললেন, ‘নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবা? তোমার কোনো সমস্যা আছে আমার সঙ্গে কাজ করতে?’ জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।“
‘গুনিন’ চলচ্চিত্রে পরীমনি ছাড়াও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু সহ আরও অনেকে। ওয়েব প্লাটফর্ম চরকিতে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তবে নির্মাতা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুনিন’।
পরীমনি সর্বশেষ ‘শত্রুতা’ ও ‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। অক্টোবরের শেষ সপ্তাহে তিনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের বাকি শুটিং করবেন। বর্তমানে তার হাতে আছে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ এবং সঞ্জয় সমাদ্দারের চলচ্চিত্র ‘বায়োপিক’।