শেষ হল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং, প্রায় দুবছর ধরে চলছিল এই সিনেমার কাজ। ২৭ জুন শেষ হয়েছে শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রধান অভিনেত্রী আলিয়া ভাট জানালেন সেকথা।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘২০১৯ সালে ৮ ডিসেম্বর আমরা গাঙ্গুবাঈয়ের শুটিং শুরু করেছিলাম। প্রায় ২ বছর পর ছবির শুটিং শেষ হয়েছে। এই ফিল্ম এবং সেটটি দুটি লকডাউন, দুটি সাইক্লোনের মধ্য দিয়ে গেছে। পরিচালক এবং অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন।’
এতো বাধা-বিপত্তির মাঝেও আলিয়া যে অভিজ্ঞতা পেয়েছেন তা সারাজীবন মনে থাকবে এমনটাও জানিয়েছেন।
এই প্রথমবার সঞ্জয়লীলা বানশালীর সঙ্গে কাজ করার প্রসঙ্গে আলিয়া বলেন, ‘সঞ্জয়জির সঙ্গে কাজের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি। আমার জীবনের স্বপ্নপূরণের মতো। ‘গাঙ্গুবাঈ’ এর জন্য যখন পরিচালক আমায় ডাকলেন, আনন্দ লুকাতে পারিনি।’
আরো লেখেন, ‘আমি যে যাত্রা শুরু করেছিলাম তার জন্য এই দুবছরে আমাকে প্রস্তুত হতে শিখিয়েছে, আমি মনে করি। আমি এই সেট থেকে বেরিয়ে এসেছি একজন অন্য মানুষ হয়ে! স্যার আমি আপনাকে ভালোবাসি! আপনাকে আপনার মতো থাকার জন্য ধন্যবাদ। সত্যি আপনার মতো আর কেউ নেই।’
সবশেষে আলিয়া লেখেন, ‘যখন আপনার কোনো ফিল্ম শেষ হয় তখন একটা পার্ট শুধুমাত্র শেষ হয়। আজ আমি আমার একাংশকে হারিয়েছে। গাঙ্গু আমি তোমাকে ভালোবাসি! তোমাকে মিস করবো। পুনশ্চ : আমার ক্রুদের জন্য বিশেষ উল্লেখ্য- এ দুবছর ধরে আমার পরিবার এবং বন্ধুবান্ধব! তোমাদের ছাড়া কিছুই সম্ভব হত না! ভালোবাসি!’
এই সিনেমায় আলিয়াকে মাফিয়া কুইন গাঙ্গুবাঈ চরিত্রে দেখা যাবে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগানকে।